এবার থেকে গ্রাহকদের মাসে একবারই রেশন দেওয়া হবে। শীঘ্রই এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জনালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উপভোক্তারা চার সপ্তাহের রেশন মাসে একবার রেশন দোকানে এসেই তুলে নিতে পারবেন।
বৃহস্পতিবার বর্ধমানের সংস্কৃতি অ্যানেক্স হলে এক প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসে খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘রেশনে দুর্নীতি এড়াতে এবার থেকে পয়েন্ট অফ সেল যন্ত্রের মাধ্যমে রেশন দেওয়া হবে। এই যন্ত্রে গ্রাহক আঙুলের ছাপ দিলে তবেই রেশন তুলতে পারবেন।’ তিনি আরও জানান, রাজ্যে ২০ লক্ষ মানুষ রেশন না নেওয়ার আবেদন করেছেন। যাদের রেশন কার্ড ডিজিটাল হয়েছে অথচ হাতে পাননি। তাঁদের নতুন করে আবেদন নেওয়া হয়েছে এবং তাঁদের পুরানো রেশন কার্ড বাতিল করা হয়েছে। এখনও পর্যন্ত্য ৩৩ লক্ষ মানুষ নতুন ভাবে আবেদন করেছে রেশন কার্ডের জন্য। নতুন ডিজিটাল রেশন কার্ড সরাসরি ডাক যোগে গ্রাহকের ঠিকানায় পাঠানো হচ্ছে।