মুদিখানার দোকান থেকে উদ্ধার রেশনের চাল। মুদিখানা দোকানের গোডাউনেই ছিল সরকারি ছাপ দেওয়া রেশনের চালের বস্তা। অভিযোগ রেশনের চাল পাচার করে মুদিখানার দোকান থেকেই রেশনের চাল বিক্রি করা হত। দোকানের মালিককে আটক করে বর্ধমান থানার পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় ৫৮ বস্তা চাল। বর্ধমানের কালনা গেটের কৃষি খামার এলাকার ঘটনা।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই দোকান থেকে রেশনের চাল বিক্রি করা হচ্ছে বলে পুলিশের কাছে খবর আসে। সেই খবর পেয়েই পুলিশ ওই দোকানে হানা দেয়। দোকান থেকে উদ্ধার হয় প্রায় ৫৮ বস্তা রেশনের চাল। অবৈধ ভাবে রেশনের চাল বিক্রির অভিযোগে ওই দোকানের মালিক বিপত্তারণ মল্লিককে আটক করেছে পুলিশ। কোথা থেকে এল এই চাল তা খতিয়ে দেখছে পুলিশ।

Like Us On Facebook