ফরিদপুরের রেশন ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশাসনিক প্রক্রিয়া শুরু করল দুর্গাপুর মহকুমা প্রশাসন। মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা জেলাশাসককে অভিযুক্ত রেশন ডিলারের লাইসেন্স বাতিল করার আর্জি জানিয়েছেন।
সোমবার ফরিদপুরের এক রেশন ডিলার একটি ম্যাটাডোর গাড়ি বোঝাই রেশন সামগ্রী বেনাচিতি বাজারে বিক্রির জন্য পাচার করছিলেন। সন্দেহ হওয়ায় বেনাচিতি গ্রামের মানুষ গাড়িটিকে আটক করে। গ্রামবাসীদের হাত থেকে বাঁচতে গাড়ির চালক ও খালাসি চম্পট দেয়। পুলিশ রেশন সামগ্রী সহ গাড়িটিকে আটক করে।