ঈদুজ্জোহা উপলক্ষে বেড়াতে এসে দামোদরের জলে তলিয়ে মৃত্যু ১ কিশোরের। আর এক কিশোর কোনক্রমে রক্ষা পেয়েছে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে। মৃত কিশোরের নাম ইন্তাব খান(১৪)। বাড়ি পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের বর্ধমান ২ ব্লকের বটতলা এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইদুজ্জোহা উপলক্ষ্যে পূর্ব বর্ধমানের শক্তিগড় বাজারে দাদু ইলিয়াস খানের বাড়ি বেড়াতে আসে রানীগঞ্জের বাসিন্দা ইন্তাব খান ও মহম্মদ কওসের। দু’জনেই রানীগঞ্জ উর্দু হাইস্কুলের অষ্টম ও সপ্তম শ্রেনীর ছাত্র। দাদু ইলিয়াস খান জানান, সোমবার দুপুরে দামোদর নদের ধারে বেড়াতে গিয়ে দুই বন্ধু স্নান করতে জলে নামে। দাদু দু’জনকে জলে তলিয়ে যেতে দেখে তাদের উদ্ধার করতে নামেন। পাশে একটি নৌকা থেকে একজন কিশোরও তাদের ডুবতে দেখে জলে নামেন। কওসেরকে উদ্ধার করা গেলেও ইন্তাব জলে তলিয়ে যায়। শক্তিগড় থানার পুলিশ ও স্থানীয়দের সাহায্যে তলিয়ে যাওয়া কিশোর ইন্তাব খান (১৪) কে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Like Us On Facebook