.
রামনবমী উপলক্ষে বর্ধমানের লক্ষীপুর মাঠ এলাকা থেকে রামনবমী জন্মজয়ন্তী উৎসব কমিটির নতুন দিগন্ত’র পক্ষ থেকে মিছিল বের করা হয়। প্রায় কয়েক হাজার মানুষ এই মিছিলে যোগ দেন। মিছিলটি বর্ধমানের স্টেশন, কার্জনগেট চত্বর হয়ে বিসি রোড পর্যন্ত হয়। এদিন বর্ধমান জেলা গীতাপাঠ ও প্রচারকেন্দ্রের উদ্যোগে বর্ধমান টাউন হলে রামনবমী উৎসবের আয়োজন করা হয়। এই উপলক্ষে প্রচারকেন্দ্রের সদস্যরা একটি শোভাযাত্রা বের করেন। এই শোভাযাত্রা টাউন হল থেকে বের হয়ে উত্তর ফটক পর্যন্ত যায়। এই শোভাযাত্রায় বহু ভক্ত পা মেলান। এদিন রামনবমী উদ্যাপন সমিতির পক্ষ থেকে বর্ধমানের কার্জনগেটে বিশেষ পুজাপাঠের আয়োজন করা হয়।
Like Us On Facebook