.

বর্ধমানে সাড়ম্বরে পালিত হল রামনবমী। শনিবার সকাল থেকেই বিভিন্ন শোভাযাত্রা, জলসত্র ও নানান সামাজিক ও ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় দিনটিকে। এদিন সন্ধ্যার দিকে কার্জনগেট চত্বরে মিলিত হয় শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা রামনবমীর শোভাযাত্রাগুলি। কার্যত রাম নামের ধ্বনিতে মুখরিত হয়ে উঠে কার্জনগেট চত্বর। শোভাযাত্রা দেখতে ভীড় জমান অসংখ্য সাধারণ মানুষ। শহর জুড়ে প্রায় ৫০০’র বেশী ছোট বড় শোভাযাত্রা অংশগ্রহণ করে রামনবমী উপলক্ষ্যে।

Like Us On Facebook