সেন্ট্রাল জু অথরিটির অনুমোদনে বর্ধমানের রমনাবাগানের মিনি জু-তে আসতে চলেছে ২টি বাঘ। বর্ধমান জেলা বনাধিকারিক দেবাশীষ শর্মা জানিয়েছেন ,ইতিমধ্যেই পশুদের জন্য তৈরী হয়েছে বিশেষ পরিবেশ। তৈরী হয়েছে খাঁচাও। খুব শীঘ্রই এখানকার চিড়িয়াখানার আকর্ষণ বাড়াতে নিয়ে আসা হচ্ছে ২টি বাঘ ছাড়াও ২টি চিতাবাঘ এবং ৪টি ভাল্লুক। সম্প্রতি একটি ভালুক অত্যধিক গরমে মারাও যায়। এছাড়াও কিছুদিন আগে একটি কুমীর মারা যাওয়ায় আরও একটি কুমীরও আনা হচ্ছে। তিনি জানিয়েছেন, স্টেট জু অথরিটি এই মিনি জু-এর জন্য ইতিমধ্যেই প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ করেছেন। তিনি জানিয়েছেন, ২০১৮ সালের মধ্যেই মিনি জু-এর সামগ্রিক কাজ শেষ হয়ে যাবে।
Like Us On Facebook