বুধবার ১২ ঘন্টা বাংলা বনধের সমর্থনে বর্ধমান শহরে মিছিল করল বিজেপি। দলীয় কার্যালয় ঘোড়দৌড় চটি থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় কার্জনগেট চত্বরে। মিছিলে নেতৃত্ব দেন জেলা সভাপতি সন্দীপ নন্দী। বন্‌ধের সমর্থনে মঙ্গলবার কুলটিতে বিজেপির পক্ষ থেকে এক পথসভার আয়োজন করা হয়।

বন্‌ধেরর সমর্থনে বিজেপি কর্মীরা মঙ্গলবার দুর্গাপুরের বিভিন্ন জনবহুল এলাকায় এবং বাজার এলাকায় বাইক মিছিল করে বন্ধের প্রচার করেন। অপরদিকে শাসকদলের কর্মীরা বন্‌ধ রুখতে মঙ্গলবার দুর্গাপুরের বিভিন্ন জায়গায় পথে নামে।

দুর্গাপুরের বিভিন্ন স্কুল চালু রাখতে পুলকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুধবার বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানায় সংবাদ মাধ্যমকে। সংগঠনের কর্তা টোটন দাস অভিভাবকদের আশ্বাস দিয়ে বলেন, ‘আমাদের প্রায় ১৬০০ পুলকার আগামী কাল দুর্গাপুরের রাস্তায় চলবে এবং পরিষেবা দেবে।’ এদিকে দুর্গাপুর মিনিবাস সংগঠনের কর্তারা বলেন, ‘প্রশাসন আশ্বাস দিলেও বাস চলাচল নির্ভর করছে কর্মীদের উপর। কর্মীরা কাজে যোগ দিলেই বাস চলাচল করবে।’

আসানসোলে বনধ বিরোধী মিছিল করল তৃণমূল কংগ্রেস। আসানসোল বিএনআর মোড় থেকে কোর্ট মোড় পর্যন্ত এই মিছিল যায়। মিছিলের নেতৃত্ব দেন অভিজিত ঘটক, বিশ্বরুপ রায়, গুরুদাস চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতারা। বুধবার বিজেপির ডাকা বন্‌ধে জনজীবন স্বাভাবিক রাখার আহ্বান জানানো হয় মিছিল থেকে।




Like Us On Facebook