বিশ্ব অটিজম (বহির্বিমুখিতা) দিবসে বর্ধমানে অটিস্টিক শিশুদের আলাদা শিক্ষা প্রতিষ্ঠানের দাবিতে সোমবার জেলাশাসকের কাছে দাবি জানাল একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
স্বাধ্যা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এদিন অটিস্টিক শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে বর্ধমান শহরের উদয়চাদ লাইব্রেরী থেকে একটি পদযাত্রা শুরু হয়ে শেষ হয় জেলাশাসকের অফিসের সামনে। সংস্থার কর্ত্রী পিয়ালী সামন্ত জানান, বহির্বিমুখিতা কোন রোগ নয়। আর পাঁচটা শিশুদের মতই এই শিশুরা স্বাভাবিক জীবনের মূল স্রোতে থাকতে পারে। কিন্তু তাদের জন্য দরকার বিশেষ শিক্ষা ব্যবস্থা। তিনি জানান, বর্তমানে প্রতি ৬৮ টি শিশুর মধ্যে একজন অর্টিজমে আক্রান্ত হচ্ছে। এদিন জেলা শাসকের কাছে এই শিশুদের জন্য আলাদা ভবন তৈরির জন্য দাবি জানানো হয়।
Like Us On Facebook