প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মহত্যার পথ বেছে নিল এক কলেজ পড়ুয়া। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের লাকুর্ডির কালিন্দী পাড়া এলাকায়। বর্ধমান রাজ কলেজের কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মিন্টু মণ্ডল (২২) আত্মঘাতী হওয়ায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আত্মঘাতী কলেজ ছাত্র মিন্টু মণ্ডলের ক্যাটারিংয়ের ব্যবসা আছে। বুধবার সকালেও ক্যাটারিংয়ে যুক্ত তার এক বন্ধুকে কাজের পেমেন্ট দেয়। তারপর বাড়িতে গিয়ে গলায় গামছার ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। মিন্টু মণ্ডলের বন্ধুরা জানায় বেশ কয়েকদিন ধরেই মিন্টু প্রেমঘটিত কারণে সমস্যায় ছিল। কিন্তু মিন্টু আত্মহত্যার পথ বেছে নেবে তা তারা ভাবে নি। বুধবার বর্ধমান পুলিশ মর্গে মিন্টু মণ্ডলের দেহের ময়নাতদন্ত হয়। যদিও এই ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
Like Us On Facebook