ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ঝুলন্ত রেল সেতুর দ্বিতীয়বারের জন্য উদ্বোধন হবে আগামী ২৭ সেপ্টেম্বর দুপুর ১২টায়। উদ্বোধন করবেন রেল দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ চান্নাবাসাপ্পা অঙ্গাদি। বুধবারই পূর্ব রেলের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার এন এন মীনা পূর্ব বর্ধমান জেলাশাসককে এব্যাপারে চিঠি দিয়ে জানিয়েছেন বলে রেল সূত্রে জানা গেছে। বলা হয়েছে আগামী ২৭ সেপ্টেম্বর বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায় এই উদ্বোধন অনুষ্ঠানে হাজির থাকবেন রাজ্য সরকারের বিভিন্ন পদস্থ আধিকারিকরাও। আগে রেলের পক্ষ থেকে ৩০ সেপ্টেম্বর উদ্বোধনের কথা বলা হলেও বুধবার ফের বিজ্ঞপ্তি দিয়ে ২৭ সেপ্টেম্বর বর্ধমান রেল ওভারব্রিজের উদ্বোধন হবে বলে জানায় রেল।
মঙ্গলবার মেদিনীপুরের বীরসিংহ গ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই রেলব্রিজের উদ্বোধন করেন এবং উদ্বোধন উপলক্ষে বর্ধমানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও স্বপন দেবনাথ সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। এদিকে, ব্রিজ নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড জানিয়েছিল ব্রিজের কিছু কাজ এখনও বাকি রয়েছে। ফলে বুধবার সকাল পর্যন্ত ব্রিজের অ্যাপ্রোচ রোডগুলি ব্যারিকেড দিয়ে আটকানো থাকায় ব্রিজে যান চলাচল করেনি। কিন্তু বুধবার বিকেল নাগাদ কাটোয়ার দিকের সেতুর মুখের ব্যারিকেডকে জোর করে সরিয়ে দেওয়া হয়। আর এরপরেই হাল্কা যানবাহন চলাচল শুরু হয়ে যায়। এদিন দেখা গেছে ব্রিজ ও ব্রিজ সংলগ্ন বেশ কিছু জায়গায় কাজ করছেন কর্মীরা। বুধবার রাতের দিকে ফের অ্যাপ্রোচ রোডগুলিতে ব্যারিকেড লাগিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।