ডাউন রামপুরহাট-বর্ধমান লোকালকে দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগে রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। তাঁরা খানা জংশনে রেল অবরোধ করেন। অবরোধের জেরে আটকে পরে ডাউন নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন।

নিত্যযাত্রীদের অভিযোগ, বর্ধমান-রামপুরহাট শাখার একাধিক লোকাল ট্রেনকে বিভিন্ন সময় দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন স্টেশনে আটকে দেওয়া হচ্ছে। এমনকি অফিস টাইমেও প্রায় ঘন্টা খানেক ধরে লোকাল ট্রেন আটকে দূরপাল্লার ট্রেন পাশ করানো হচ্ছে। তাঁরা বলেন, ‘এই অভিযোগ দীর্ঘদিন ধরে রেল আধিকারিকদের জানানো হয়েছে। তা সত্ত্বেও আজ ডাউন রামপুরহাট-বর্ধমান লোকালকে খানা জংশন স্টেশনে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়।’ এরপর ট্রেন দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগে ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। তাঁরা রেল অবরোধ শুরু করেন। ফলে ডাউন নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন আটকে পড়ে। প্রায় ৫০ মিনিট অবরোধ চলার পর রেল আধিকারিকদের আশ্বাসে ওঠে অবরোধ।

Like Us On Facebook