বর্ধমানের বিতর্কিত অন্নপূর্ণা নার্সিংহোম নিয়ে গোটা রাজ্য জুড়ে হৈচৈ এবং বীরভূমের মাধ্যমিকের ছাত্র অরিজিত দাসের মৃত্যুর ঘটনায় নার্সিংহোম নিয়ে জেলা প্রশাসন লাগাতার অভিযানে নামল। বর্ধমানের অন্নপূর্ণা নার্সিং হোমের জালিয়াতি ফাঁস হতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। কয়েকদিন আগেই পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে সঙ্গে নিয়ে নার্সিং হোমের পরিকাঠামো খতিয়ে দেখে অন্নপূর্ণা নার্সিংহোম সিল করে দেন।

বৃহস্পতিবার ফের আরও এক নার্সিংহোমে অভিযান চালালো জেলা প্রশাসন। বৃহস্পতিবার বর্ধমান শহরের কেশবগঞ্জ চটি এলাকায় শেফা নার্সিং হোমের পরিকাঠামো খতিয়ে দেখতে আচমকাই হানা দেন জেলাশাসক। নার্সিংহোমের যাবতীয় কাগজপত্র দেখতে চান জেলাশাসক। নার্সিংহোমে আরএমও আছে কি না, নার্সদের প্রশিক্ষণ আছে কি না সবই খোঁজ খবর নেন তিনি। জেলাশাসকের সঙ্গে ছিলেন জেলা মুখ্য স্থাস্থ্য আধিকারিক ডা. প্রণব রায়। প্রশিক্ষিত নার্স না থাকায় এবং ক্লিনিক্যাল এস্টাবলিশমেণ্ট অ্যাক্ট অনুসারে নার্সিংহোমের পরিকাঠামো না থাকায় এদিন নার্সিং হোমের মালিককে শোকজ করা হয়।

নার্সিং হোমের মালিক এদিন জানান, জেলাশাসক নার্সিং হোম পরিদর্শনে এসেছিলেন। নার্সিং হোমের নার্সদের সার্টিফিকেট নেই কেন তিনি জানতে চাওয়ায় জেলাশাসককে তিনি জানিয়েছেন, বেশ কিছু নার্স সদ্য পাশ করে এখানে কাজে যোগ দিয়েছে। তাদের দু মাস পরে সার্টিফিকেট দেওয়া হবে। প্রশাসন জানিয়েছেন, লিখিতভাবে তাদের সব কিছু জানাতে হবে। অন্যদিকে, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, ওই নার্সিং হোমে পরিকাঠামো ঠিক নেই। নেই প্রয়োজন মতো আরএমও, নার্সিং স্টাফ। তাই ওই নার্সিংহোমকে শোকজ করা হয়েছে।


Like Us On Facebook