যাত্রী সুরক্ষায় নিয়ম না মেনে চলা বাসগুলির বিরুদ্ধে ফের অভিযান বর্ধমানে। বৃহস্পতিবার অতিরিক্ত জেলাশাসক নিখিল নির্মল এবং আঞ্চলিক পরিবহণ আধিকারিক আবরার আলমের নেতৃত্বে বর্ধমান-কাটোয়া রোডে হয় এই অভিযানে। বারবার সতর্ক করা সত্বেও এদিনের অভিযানে বাসগুলির বেশ কিছু বেনিয়ম ধরা পড়ে।

এদিনের অভিযানে ৩০টি বাসের ফিটনেস সার্টিফিকেট বাতিল করে কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়। বাসের ছাদে যাত্রী পরিবহণ, ছাদে ওঠার সিঁড়ি, রিসোলিং টায়ার, স্পিড লিমিটার ডিভাইস না থাকা সহ একগুচ্ছ বেনিয়ম ধরা পড়ে বিভিন্ন বাসে। কয়েকদিন আগে একইভাবে অভিযান চালিয়ে বেশ কিছু বাসের সিঁড়ি কেটে দেওয়া হয়েছিল। এদিনও বেশ কিছু বাসের সিঁড়ি কেটে দেওয়া হয়।

Like Us On Facebook