অন্ডালে ৯ ফুট দীর্ঘ পাইথন উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়াল এলাকায়। অণ্ডালের দুই নম্বর জাতীয় সড়কের টপ লাইন মোড়ের কাছ থেকে পাইথনটিকে উদ্ধার করা হয়। বুধবার রাতে অন্ডালের টপ লাইন মোড়ের কাছে একটি বিশালাকার পাইথন দেখতে পান স্থানীয়রা। প্রায় ৯ ফুটের বিশাল পাইথন দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। বিশালাকার পাইথন দেখতে উৎসাহী মানুষেরা ভিড় জমান। খবর দেওয়া হয় উখরা ফরেস্ট অফিসে। তারপর খবর পাঠানো হয় স্নেক সেভার দুর্গাপুরের বাসিন্দা দেবাশিস মজুমদারের কাছে। দেবাশিসবাবু এসে সাপটিকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দেন।
Like Us On Facebook