অণ্ডাল থানার অন্তর্গত খান্দরায় যোগমায়া ইন্ডাস্ট্রিজ নামে একটি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের উদ্ধোধন হল। জানা গেছে, অ্যালুমিনিয়ামের পরিবর্তে বহুল ব্যবহৃত পিভিসির জানলা-দরজা সহ ফলস সিলিং তৈরি হবে এই কারখানায়।
প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিমের অধীনে ২৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা পেয়ে এই কারখানার কর্মকাণ্ড শুরু হয়েছে। সোমবার কারখানার উদ্ধোধন করা হয়। কারখানার কর্ণধার সব্যসাচী সাধু বলেন, ‘প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিমের অধীনে পাওয়া ২৫ লক্ষ টাকা আর্থিক সহায়তায় আমরা এই ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে। এই কারখানায় স্থানীয় ২৫ জন কর্মীকে নিয়োগ করা হয়েছে।’ সব্যসাচী বাবুর দাবি এই ধরণের প্রতিষ্ঠান এই অঞ্চলে প্রথম চালু হল।
Like Us On Facebook