আপনারা তৃণমূল কংগ্রেসের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করুন। আমরা পাশে আছি। তৃণমূল কংগ্রেসকে হঠিয়ে বিজেপিকে মানুষ চাইছে সেই পথ দেখাচ্ছে পুরুলিয়া। দুই দিন বাংলা সফর সেরে বৃহস্পতিবার বিজেপি সভাপতি অমিত শা অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লিগামী বিমান ধরার পর অন্ডাল বিমানবন্দরে দাঁড়িয়ে এই কথা বলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপবাবু বলেন, পুরুলিয়ায় অমিত শা’র সভা সর্বকালের সেরা জনসভায় পরিণত হয়েছে। পুরুলিয়াই পথ দেখাবে বাংলাকে বলে এদিন দাবি করেন দিলীপবাবু। দিলীপ ঘোষ আরও বলেন, পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা ধাপে ধাপে তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে। রাজ্যে বিজেপি চাঙ্গা তাই পার্থবাবু ও দিদিমণি এত চিন্তিত বলে কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি।
Like Us On Facebook