কলকাতা ও বিধাননগর পুলিশের পথেই হাঁটলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। বিভিন্ন কলেজে ভর্তির নামে টাকা চাওয়ার বন্ধ করতে উদ্যোগ নিল পূর্ব বর্ধমান পুলিশ। ই-মেল এবং হোয়াটস অ্যাপ নম্বর দিয়ে ভুক্তভোগী ছাত্র বা অভিভাবকদের নির্ভয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে। অভিযোগকারীর নাম-পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিটি মহকুমায় সাদা পোশাকের দল নানা কলেজে আচমকা হানা দেবে। কোনও অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেবে তারা। ইতিমধ্যেই জেলার মেমারি থেকে গুসকরা কিংবা রাজকলেজ, বিবেকানন্দ কলেজ সহ সব কলেজেই ফ্লেক্স বা পোস্টার টাঙানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, এখনো পর্যন্ত কোন অভিযোগ নেই। তবে অভিযোগ পাওয়া মাত্র পুলিশ ব্যবস্থা নেবে।আমাদের কাছে এখনও সরাসরি কোনও অভিযোগ আসেনি। তবু মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো জেলার প্রতিটি কলেজের সামনে ফ্লেক্স দিয়ে নির্ভয়ে অভিযোগ জানাতে বলা হচ্ছে। ওই ফ্লেক্সেই ফোন নম্বর ও ই-মেলের ঠিকানা দেওয়া থাকছে। তাঁর আশ্বাস, টাকার বিনিময়ে ভর্তি বা দাদাগিরির অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি ক্ষেত্রেই অভিযোগকারীর নাম-পরিচয় গোপন রাখা হবে।