কালীপুজো ও দীপাবলির প্রাক্কালে শব্দদানবকে জব্দ করতে পূর্ব বর্ধমানের থানাগুলি হাতে পেল ‘সাউন্ড লেবেল মিটার’। নির্দিষ্ট ডেসিবেলের বেশি মাত্রায় শব্দ হলেই শব্দের মাত্রা নির্ধারক এই যন্ত্রের মাধ্যমে চালান কাটতে পারবে পুলিশ।
বুধবার পূর্ব বর্ধমানের ১৯ টি থানার হাতে শব্দের মাত্রা নির্ধারক ‘সাউন্ড লেবেল মিটার’ তুলে দেওয়া হয়। জানা গেছে, শব্দবাজির ক্ষেত্রে ৯০ ডেসিবেল এবং সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে ৬৫ ডেসিবেলের বেশি মাত্রায় আওয়াজ হচ্ছে কিনা মাপা যাবে এই যন্ত্রের সাহায্যে। এর থেকে বেশি মাত্রায় আওয়াজ হলেই ‘সাউন্ড লেবেল মিটার’ থেকে চালান বের হবে এবং পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। এদিন থানাগুলির হতে এই যন্ত্র তুলে দেওয়ার পাশাপাশি যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণও দেওয়া হয়।
Like Us On Facebook