পূর্ব বর্ধমানের নানা দর্শনীয় জায়গা পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করতে সার্কিট ট্যুরিজম-এ উদ্যোগী হল জেলা প্রশাসন। বর্ধমান জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলিকে একত্রিত করে ট্যুরিজম মানচিত্রে তাকে তুলে আনার দাবি ছিল দীর্ঘদিনের। আর সেই দাবি পূরণে এবার কাজ শুরু করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। পূর্ব বর্ধমান জেলার দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলিকে নিয়ে এক সূতোয় বাঁধতে ইতিমধ্যেই রাজ্য সরকারের নির্দেশে তৈরি হয়েছে একটি জেলাস্তরীয় কমিটি। যে কমিটিতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছাড়াও আছেন সমাজের ৩ জন বিশিষ্ট ব্যক্তিও। শুক্রবার ট্যুরিজম নিয়ে গঠিত সেই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হল। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলায় কাটোয়া, কালনা এবং বর্ধমানে সার্কিট ট্যুরিজম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও ইতিমধ্যেই কাটোয়ায় এই কাজ শুরু হয়েছে। জেলার বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলিকে চিহ্নিত করা। সেই স্থান সম্পর্কে ইতিহাস তৈরি করা। ট্যুরিষ্টদের প্রয়োজনে সেগুলি দর্শনের ক্ষেত্রে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা – মূলত এই লক্ষ্য পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, প্রতি মাসেই এই বৈঠক হবে। ওই বৈঠকেই সামগ্রিক পরিকাঠামো নিয়ে আলোচনা হবে। অন্যদিকে, বৈঠকে হাজির থাকা বিশিষ্ট শিক্ষাবিদ দেবাশীষ নাগ জানিয়েছেন, কাটোয়াকে নিয়ে একটি, পূর্বস্থলী ও কালনাকে নিয়ে একটি এবং বর্ধমান মহকুমাকে নিয়ে একটি অর্থাৎ মোট ৩টি সার্কিট ট্যুরিজম তৈরি করা হচ্ছে পূর্ব বর্ধমানে। এই সমস্ত মহকুমাগুলিতে যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে সেখানে পর্যটকদের জন্য কি কি ধরণের ব্যবস্থা রাখা যায় তা নিয়ে এদিন প্রাথমিক একটি আলোচনা হয়েছে।
Like Us On Facebook