সোমবার পয়লা বৈশাখ উপলক্ষ্যে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে আলপনায় সাজিয়ে তোলা হয় বিভিন্ন দফতর ও একাধিক ভোটগ্রহণ কেন্দ্রকে। সকল স্তরের ভোটারদের ভোটদান সুনিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। সুসজ্জিত ট্যাবলো থেকে সেলফি জোন সবই করা হয়েছে ভোটারদের ভোট দানে উৎসাহ দিতে।

এবার একবারে বাঙালিয়ানার মাধ্যমে ভোটারদের উৎসাহ বাড়াতে আলপনাকেই বেছে নিল জেলাপ্রশাসন। সোমবার জেলার বিভিন্ন দফতর ও ভোটগ্রহণ কেন্দ্রগুলিকে বিভিন্ন রঙের আলপনায় সুসজ্জিত করার উদ্যোগ নেওয়া হল। ভোটারদের সচেতন করতে এবং ভোটদানে উৎসাহ দিতে সিস্টেম্যাটিক ভোটারস এডুকেশন অ্যান্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন বা এসভিইইপি কর্মসূচির অঙ্গ হিসেবে আলপনা বা রঙ্গোলির মাধ্যমে ভোট সংক্রান্ত বিভিন্ন তথ্য ও চিত্র ফুটিয়ে তোলা হয়। জেলার নির্বাচনী নোডাল অফিসার বাসবদত্তা গুপ্ত জানান, ভোটারদের সচেতন করতে এবং ভোটদান সুনিশ্চিত করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। পয়লা বৈশাখ উপলক্ষ্যে সেই কাজকে এগিয়ে নিয়ে যেতেই এই আলপনার ব্যবস্থা করা।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook