জেলার মূক ও বধির ভোটারদের ভোট দেওয়ায় উদ্বুদ্ধ করতে এবং তাঁদের ভোট দান সুনিশ্চিত করতে অভিনব উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সচিব বাসবদত্ত গুপ্তার তত্ত্বাবধানে মূক ও বধির ভোটারদের জন্য তৈরী করা হল স্বল্পদৈর্ঘ্যের একটি তথ্যচিত্র।

রবিবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চের মেট্রো প্রেক্ষাগৃহে এই তথ‌্যচিত্রের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষক সিজে প্যাটেল, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অরিন্দম নিয়োগী প্রমুখরা। জেলাশাসক এদিন জানিয়েছেন, এই তথ্যচিত্রকে জেলার বিভিন্ন জায়গায় প্রদর্শন করা হবে। মূক ও বধির ভোটারদের জন্য বিশেষভাবে নির্মিত এই তথ্যচিত্রের মাধ্যমে ভাল ফলাফল আশা করছেন তাঁরা।

Like Us On Facebook