কলকাতার এনআরএসে নার্সিং পড়ুয়াদের কুকুর ছানা নিধনের বিপরীত চিত্র দেখা গেল বর্ধমানের টাউনহলে। টাউনহলের নিরাপত্তা কর্মীরা এক ব্যবসায়ী ও প্রাতঃভ্রমণকারী এবং সান্ধ্যভ্রমণকারীদের সহযোগিতায় টাউনহলের মাঠে থাকা ৯টি কুকুর ছানাকে খাবার ও ওষুধ দিয়ে বড় করে তুলছেন।

টাউনহলের দুই নিরাপত্তা কর্মী জানান, নভেম্বর মাসে টাউনহলের মাঠে একটি পথ কুকুর ৯টি বাচ্চা দেয়। মা কুকুরটি বাচ্চগুলিকে যথেষ্ট দুধ দিতে না পারায় পালিয়ে বেড়াত। শুরুতে বাচ্চাগুলি ঠিকমত খাবার না পেয়ে সমস্যায় পড়ছিল। এই খবর জানতে পেরে বর্ধমান শহরের বড়নীলপুর এলাকার বাসিন্দা তথা পশুপ্রেমী এবং ব্যবসায়ী অমিত দাস বৈরাগ্য কুকুর ছানাগুলিকে নিয়মিত খাবার, ওষুধ দেওয়ার ব্যবস্থা করেন। পাশাপাশি টাউনহলে নিয়মিত আসা মানুষজনও ছানাগুলির জন্য বিস্কুট, পাঁউরুটি, বাড়ির রান্না খাবার নিয়ে আসেন। বাবলু ঘোষ নামে এক শিক্ষক ও তাঁর স্ত্রী নিয়মিত বাচ্চগুলির জন্য বিস্কুট দিয়ে যান। বুধবার কয়েকটি বাচ্চা অসুস্থ হয়ে পড়লে পশু চিকিৎসক ডা. জয়ন্ত ঘোষ বাচ্চাগুলিকে দেখে ওষুধ দিয়ে যান। বৃহস্পতিবার একটি সংস্থার পক্ষ থেকে ৯টি বাচ্চা সহ টাউনহলে থাকা ১৩টি কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়।

জানা গেছে, ছানাগুলির জন্য অমিতবাবু প্রতিদিন সকালে দুধ সঙ্গে বিস্কুট অথবা পাঁউরুটি, দুপুরে এবং রাতে ভাত-ডাল-মাছ-মাংস দিয়ে থাকেন। কোন ছানা অসুস্থ হয়ে পড়লে পশু চিকিৎসককে দিয়ে চিকিৎসার ব্যবস্থাও করেন। ঠান্ডার রাতে বাচ্চাগুলোর যাতে অসুবিধা না হয় সেই জন্য কাঠ জ্বালিয়ে আগুনের ব্যবস্থাও করা হয়। টাউনহলের দুই নিরাপত্তা কর্মী, অমিতবাবু এবং টাউনহলে আসা অন্যান্য মানুষজনের সহায়তায় কুকুর ছানাগুলি বহাল তবিয়তে বড় হয়ে উঠছে।




Like Us On Facebook