.
পোলিও মুক্ত ভারত গড়ে তুলতে সারা দেশ ও রাজ্যের সঙ্গে দুই বর্ধমান জেলাতেও শিশুদের পোলিও টিকা দিয়ে পালস্ পোলিও টিকাকরণ কর্মসূচি পালিত হল। স্বাস্থ্য দফতরের কর্মীরা শহর থেকে গ্রামে ১দিন বয়সী নবজাতক থেকে পাঁচ বছর বয়সের সকল শিশুকে ২ ফোঁটা পোলিও টিকা দিয়ে এই কর্মসূচি পালন করেন। রবিবার সকাল ৯টা থেকে শিশুদের পোলিও টিকাকরণ শুরু হয় বিকেল চারটেয় শেষ হয়। ছোট ছোট ছেলে-মেয়েদের শারীরিক সুস্থতার জন্য মা-বাবারা শিশুদের স্থানীয় পোলিও টিকাকরণ কেন্দ্রে নিয়ে গিয়ে পালস্ পোলিও খাওয়ান।
Like Us On Facebook