বড়শুল ইয়ং মেনস্‌ অ্যাসোসিয়েশনের এবারের থিম ‘গৌরাঙ্গের সঙ্গে জগন্নাথ এল বঙ্গে’। ১৯ তম বর্ষে প্রায় ১২ লাখ টাকা বাজেটের এই থিম নিয়ে মণ্ডপ তৈরি করছেন ওড়িশার শিল্পী মনোরঞ্জন সাহু। জগন্নাথ হলেন হিন্দু দেবতা বিষ্ণু বা তাঁর অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপ। আবার চৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণের সাক্ষাৎ অবতার বলে মনে করা হয়। শ্রী চৈতন্য দেবের অন্তর্ধান নিয়ে ভক্ত কুলের মধ্যে কিছু কিংবদন্তি প্রচলিত আছে। তার মধ্যে একটি হল সচল জগন্নাথ শ্রীকৃষ্ণ চৈতন্যদেব পুরী মন্দিরের জগন্নাথের দারু মূর্তির মধ্যে বিলীন হন। বড়শুল ইয়ং মেনস্‌-এর মণ্ডপে জগন্নাথদেব ও চৈতন্য মহাপ্রভু সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরা হবে বলে জানা গেছে।

Like Us On Facebook