বাদামতলা খালুইবিল সর্বজনীন দুর্গাপুজো কমিটির ৬৭ তম বর্ষে থিম ‘অগ্নি বর্ষণ’। মণ্ডপে প্রবেশ করলেই মনে হবে উল্কাপাত হচ্ছে। ছোট ছোট হাজার হাজার ইটের টুকরো জিআই তারে বেধেঁ আলোর কারসাজিতে উল্কাপাত বা অগ্নি বর্ষণের পরিবেশ তৈরি করা হচ্ছে। শিল্পী অমিত দে ১৫ জন সহকারিকে নিয়ে ফুটিয়ে তুলছেন এই থিম। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই হচ্ছে প্রতিমা।
দেখুন ২০১৬ সালে বাদামতলার পুজো
Like Us On Facebook