.

৭৪তম বর্ষে বর্ধমান শহরের শ্যামলাল সার্বজনীনের থিম ‘নূতন বেশে পুতুলের দেশে’। মণ্ডপের সামনে থাকছে একটি বিশালাকার পুতুল। পাশাপশি মণ্ডপ জুড়ে থাকছে বিভিন্ন আকারের পুতুল। শামুক, ঝিনুক, আমড়ার আঁটি, কয়েত বেল, পাটকাঠি ইত্যাদি দিয়ে তেরি হচ্ছে ঝকঝকে এক পুজো মণ্ডপ। এবারের বাজেট প্রায় ১৪ লাখ টাকা। বাঁশবেড়িয়ার মণ্ডপ শিল্পী তাঁর সুদক্ষ হাতে ফুটিয়ে তুলছেন এবারের থিম – নূতন বেশে পুতুলের দেশে।





Like Us On Facebook