.

বর্ধমান শহরের সবুজ সংঘের এবারের থিম ‘কন্যাভ্রুণে মা’। ৩৫ তম বর্ষে সবুজ সংঘের বাজেট প্রায় ৩৩ লাখ টাকা। কন্যাভ্রুণ নষ্ট না করার বার্তাই তুলে ধরা হচ্ছে মণ্ডপ জুড়ে। কন্যাভ্রুণ থেকেই মায়ের সৃষ্টি, তাই কন্যাভ্রুণ হত্যার বিরুদ্ধে সচেতনতা তৈরি করার বার্তাই ছড়িয়ে দেওয়া হবে পুজোর মাধ্যমে।




Like Us On Facebook