.

৬৬তম বর্ষে পদ্মশ্রী সংঘের বাজেট প্রায় ৩০ লাখ টাকা। উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতিবছর ক্লাবে ছবি আঁকার প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতার সেরা ছবিকেই আধার করে ক্লাবের দুর্গা পুজোর মণ্ডপ তৈরি হয়। এবারও কাল্পনিক এক মন্দিরের আদলে কাঁথির মণ্ডপ শিল্পীরা তৈরি করেছেন মণ্ডপ। প্রতিমা আসছে কলকাতার কুমোরটুলি থেকে।



Like Us On Facebook