আগের বছরগুলির মত এবারও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পূর্ব বর্ধমানের শক্তিগড় সার্বজনীন দুর্গাপুজো কমিটি দুর্গোৎসবের আয়োজন করেছে। এবার, ৭৭তম বর্ষে শক্তিগড় সার্বজনীনের থিম ‘বেনুর রূপে বঙ্গীয় শিল্পকলা’। ২ অক্টোবর পুজোর উদ্বোধন করবেন কেবলানন্দ মহারাজ।

পুজো কমিটি সূত্রে জানা গেছে, বেনু অর্থাৎ বাঁশ দিয়েই সাজিয়ে তোলা হবে এবারের মণ্ডপ। মণ্ডপ জুড়ে থাকবে বাঁশ ও বেতের বিভিন্ন কারুকার্য। বাঁশ দিয়ে তৈরি শিল্পের চল বাংলায় বহু দিনের। গ্রাম বাংলায় বাঁশ এবং বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র এখনও ব্যাপকভাবে ব্যবহার করা হয়। প্লাস্টিকের উত্থানে এই শিল্প আজ বিলুপ্তির পথে। এবার বাঁশের তৈরি অনন্য সব কারুকার্য দর্শকদের সামনে তুলে ধরতে চলেছে শক্তিগড় সার্বজনীন। বাঁশের তৈরি ঝুড়ি, কুলো সহ নানান সামগ্রী এবং শিল্পকলা ব্যবহার করা হবে মণ্ডপ সজ্জায়। সেই সঙ্গে মণ্ডপে থাকবে মানানসই সাবেকিয়ানার দুর্গা প্রতিমা। পাশাপাশি উদ্যোক্তারা পুজোর মাধ্যমে প্লাস্টিক বর্জন, সেফ ড্রাইভ, সেভ ওয়াটার সহ নানান সামাজিক বার্তা ছড়িয়ে দেবেন।


Like Us On Facebook