বর্ধমান

বামেদের ডাকা বনধে কোনো প্রভাব পড়েনি পূর্ব বর্ধমান জেলায়। সকালের দিকে কিছু দোকানপাট বন্ধ থাকলেও পরিবহণ স্বাভাবিক ছিল। সব রুটেই বেসরকারি এবং সরকারি বাস চলাচল করেছে। জনজীবন মোটের উপর স্বাভাবিক ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকান বাজারও খুলতে থাকে।

দুর্গাপুরে বনধ সফল করতে গিয়ে বনধ সমর্থক ও পুলিশের মধ্যে শুক্রবার সকালে ধস্তাধস্তি হয়। দুর্গাপুরের বাস স্ট্যান্ড এলাকায় সিপিএম কর্মীরা শুক্রবার সকালে বনধের সমর্থনে মিছিল করলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ বনধ সমর্থকদের হটাতে গেলে পুলিশের সঙ্গে সিপিএম কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। শেষমেশ পুলিশ বনধ সমর্থকদের দুর্গাপুর স্টেশন ও বাসস্ট্যান্ড স্বাভাবিক রাখতে সিপিএম কর্মীদের আটক করে থানায় নিয়ে যায়। সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, আমরা বনধের সমর্থনে দুর্গাপুর বাস স্ট্যান্ডে মিছিল ও অবস্থান বিক্ষোভ করছিলাম। পুলিশ আমাদের হঠাতে বলপ্রয়োগ করে। মহিলা কর্মীদের আক্রমণ করে। পঙ্কজবাবু বলেন, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ‍্য জুড়ে নৈরাজ্য চলছে। তার প্রতিবাদে আমরা ৬ ঘন্টার বন্ধ করছি। পুলিশ দিয়ে শাসকদল বনধ ভাঙতে মরিয়া হয়ে উঠেছে। পঙ্কজ রায় সরকারের দাবি পুলিশ তাঁদের দেড়শ কর্মীকে আটক করেছে। দুর্গাপুরের অন্যত্র বনধে সেরকম কোন প্রভাব পড়ে নি বলে জানা গেছে।

আসানসোলেও বামেদের ডাকা বনধে জনজীবন স্বাভাবিক ছিল। বনধের সেভাবে কোন প্রভাব চোখে পড়েনি। তবে মোড়ে মোড়ে অশান্তি এড়াতে পুলিশ পিকেট দেখা গেছে৷ সকালে বাজারের সমস্ত দোকান খোলা না পাওয়া গেলেও রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছিল৷ তবে দূরপাল্লার বাসগুলিতে অন্যান্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা কম দেখা গেছে৷ সিপিএম এর পক্ষ থেকে বনধ সমর্থনে আসানসোলের ভগৎ সিং মোড় থেকে মিছিল করা হয়৷

দুর্গাপুর
দুর্গাপুর
দুর্গাপুর
পানাগড়
আসানসোল
আসানসোল
Like Us On Facebook