পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ। গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে কার্জনগেট থেকে বীরহাটা পর্যন্ত বাস ঠেলে নিয়ে গেলেন বাস মালিক, চালক ও কর্মীরা। ডিজেল ও মোবিলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বর্ধমান মিনিবাস ওয়েলফেয়ার ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়। সংগঠনের পক্ষে অবিলম্বে ডিজেল, মোবিল সহ পেট্রোপণ্যের দাম কমানোর দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি প্রদীপ ব্যানার্জী জানান, প্রতিদিনই ডিজেল ও মোবিলের দাম বেড়ে চলেছে, বাড়ছে অন্যান্য আনুষঙ্গিক খরচও কিন্তু সেই তুলনায় বাসের ভাড়া বাড়েনি। এক প্রকার বাধ্য হয়েই তাঁরা বাস চালাচ্ছেন, যদিও তাতে কোনো লাভ হচ্ছে না। খরচ কমাতে বাস মালিকরাই অনেকে বাসের চালক, কন্ডাক্টর বা খালাসি হিসাবে কাজ করছেন, তাই এখনও পর্যন্ত বাসগুলি চালানো যাচ্ছে। কিন্তু যেভাবে ডিজেল ও মোবিলের দাম বাড়ছে তাতে হয়ত অদূর ভবিষ্যতে বাসগুলি বন্ধ করে দিতে হবে। এই বিষয়ে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই দৃষ্টি দিক এটাই আমাদের দাবি।