শুক্রবার বর্ধমানে পালিত হল শিশু অধিকার সপ্তাহ। ১৪ থেকে ২১ নভেম্বর গোটা জেলা জুড়ে পালিত হচ্ছে শিশু অধিকার নিয়ে নানাবিধ কর্মসূচী। শুক্রবার বর্ধমান টাউন হলে জেলাস্তরের এই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জী, জেলা সমাজকল্যাণ আধিকারিক প্রশান্ত রায়, জেলা শিশু সুরক্ষা আধিকারিক সুদেষ্ণা মুখোপাধ্যায় প্রমুখরা।
জেলাশাসক জানিয়েছেন, শিশুর যে যে বিষয়ে অধিকার রয়েছে সেই অধিকার সম্পর্কে সচেতন করতেই এই অনুষ্ঠান জরুরী। একইসঙ্গে যৌন হয়রানির ক্ষেত্রেও তাদের কি কি করণীয় সে ব্যাপারেও এদিন শিশুদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়। উল্লেখ্য, শিশুদের ওপর যৌন নির্যাতনের প্রতিরোধ গড়তে রাজ্যব্যাপী শ্লোগান তোলা হয়েছে ‘চেঁচিয়ে পাড়া মাত করো।’ এই ধরণের ঘটনা ঘটলে মুখ বুজে সহ্য না করে চেঁচিয়ে সকলকে জানানোর আবেদন রাখা হয়েছে।