.

রবিবার বর্ধমান শহরে গুরু নানকের ৫৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন বাজেপ্রতাপপুর থেকে একটি শোভাযাত্রা গুরু গ্রন্থসাহেবকে নিয়ে বর্ধমান শহরের গড়গড়াঘাটের গুরুদোয়ারায় হাজির হয়। এবছর গুরু নানকের ৫৫০ তম জন্মদিনকে কেন্দ্র করে গত এক বছর ধরেই গোটা বিশ্বজুড়েই বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি পালিত হচ্ছে। গুরু নানকের জন্মস্থান বর্তমান পাকিস্থানে এই জন্মদিবসকে কেন্দ্র করে ভক্তদের আসা যাওয়ার বাধা শিথিল করা হয়েছে। উল্লেখ্য, কথিত আছে, গুরু নানক পুরী যাওয়ার পথে বর্ধমানের এই গড়গড়াঘাট গুরুদোয়ারায় বিশ্রাম করেন। গুরু নানকের পদধুলি ধন্য এই স্থানকে তাই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখেন শিখ সম্প্রদায়ের মানুষজন। গুরু নানকের এই জন্মদিবসকে ঘিরে গুরুগ্রন্থ পাঠ, পুজা অর্চনার আয়োজন করা হয়।

Like Us On Facebook