বুধবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ দপ্তরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। এদিন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানকে তাঁদের একগুচ্ছ দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

দীর্ঘদিন যাবৎ দূরবর্তী স্থানে কর্মরত শিক্ষকদের সাধারণ বদলী, প্রশিক্ষণ বিহীন শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা, পাশ-ফেল প্রথা পুনরায় চালু করা, পার্শ্ব শিক্ষকদের স্থায়ী শিক্ষকের মর্যদা, বকেয়া ডিএ প্রদান সহ ১৪ দফা দাবি নিয়ে এদিন প্রাথমিক শিক্ষকরা বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান করেন।

প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে তাঁদের বিভিন্ন ন্যায্য দাবি দাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারের কাছে আবেদন নিবেদন করেও কোন ফল মেলেনি। সেইজন্যই তাঁরা আন্দোলনে নেমেছেন।

Like Us On Facebook