বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাপাখানায় আগুন। আগুনে ভস্মীভূত ছাপাখানার উপকরণ সহ প্রচুর নথিপত্র। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্বে আনে।

ছুটির দিনে হঠাৎই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দফতর রাজবাটীতে বিশ্ববিদ্যালয়ের ছাপাখানায় আগুনের ফুলকি দেখতে পান নিরাপত্তারক্ষীরা। কিছুক্ষণের মধ্যেই গোটা প্রেসে আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তোফাজ্জল হোসেন সহ অন্যান্য আধিকারিকরা। ঘন্টা দুয়ের চেষ্টায় দমকলের দুটি ইঞ্জিন আগুন আয়ত্বে আনলেও ততক্ষণে অবশ্য সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। ছাপাখানার ভিতরে ঢোকা যাচ্ছে না অত্যাধিক তাপের জন্য।দমকলকর্মীরাও ভিতরে ঢুকতে রীতিমত হিমসিম খান। রেজিস্ট্রার তোফাজ্জল হোসেন জানান প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুন ধরেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক না বলা গেলেও তিনি জানান প্রেসের যাবতীয় উপকরণ পুড়ে নষ্ট হয়ে গেছে।


Like Us On Facebook