আগামী ২ জানুয়ারি বর্ধমানে মাটি উৎসব উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে এই মেলা সফল করা যায়, সেই নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল বর্ধমান জেলাপরিষদ অঙ্গীকার হলে। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, সভাধিপতি দেবু টুডু সহ বিধায়ক ও ব্লক সভাপতি।

উল্লেখ্য, আগামী ২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে সপ্তম মাটি উৎসব। বর্ধমান জেলা কৃষি খামার প্রাঙ্গণের মাটি তীর্থ-কৃষি কথার মাটি মঞ্চ থেকে এই উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবছরও এই উৎসব প্রাঙ্গণ থেকে রাজ্যের সেরা কৃষকদের কৃষক সম্মান দেওয়া হবে বলে জান গেছে। প্রশাসনিক তৎপরতার পাশাপাশি উৎসবকে সাফল্যমণ্ডিত করতে কৃষি খামার প্রাঙ্গণকে সাজিয়ে তুলতে জোর তৎপরতা চলছে।



Like Us On Facebook