মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি মেনে আজ এবং কাল বাঙালীর ঘরে ঘরে চলছে বিদ্যার দেবী সরস্বতী আরাধনার প্রস্তুতি। শনিবারই পঞ্চমী শুরু হওয়ায় কোথাও শনিবার আবার কোথাও রবিবার আয়োজিত হচ্ছে সরস্বতী পুজো। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব বা বাড়িতে বাড়িতে শুরু হয়ে গেছে প্রস্তুতি। চলছে বাজার করা থেকে বাগদেবীর মূর্তি ঘরে নিয়ে যাওয়ার পালা।
এখন পুজো মানেই জনিসপত্রের বাজার অগ্নিমূল্য। ইতিমধ্যেই ফল-ফুলের চড়া দাম হাঁকতে শুরু করেছেন বিক্রেতারা। পাশাপাশি বাজারে বাজারে সরস্বতী প্রতিমার পসরা সাজিয়ে বসেছেন প্রতিমা বিক্রেতারাও। সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এদিকে শুক্রবার থেকেই আকাশের মুখ ভারী। কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতও হচ্ছে। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার বৃষ্টির সম্ভবনা থাকলেও রবিবার আকাশ পরিষ্কার থাকবে। হাওয়া অফিসের সেই পূর্বাভাসকে সামনে রেখেই চলছে ‘হলুদ বসন্ত’ পালনের প্রস্তুতি।