১৪ মার্চ মূখ্যমন্ত্রীর বর্ধমান সফরের চুড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল জেলা প্রশাসন। বর্ধমানের মাটি উৎসব মঞ্চ থেকে ১৪ মার্চ মিষ্টি হাবের উদ্বোধনের কথা ঘোষনা করে যান মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সভাধিপতি দেবু টুডু ও জেলাশাসক সৌমিত্র মোহন মিষ্টি হাব প্রাঙ্গনে যান। ১৪ মার্চ জননেত্রী বর্ধমানে মিষ্টি হাব উদ্বোধন করবেন বলে জানান সভাধিপতি দেবু টুডু। প্রায় তিন কোটি টাকা ব্যায়ে নির্মিত এই মিষ্টি হাবে যেমন থাকবে বর্ধমানের গর্ব সীতাভোগ, মিহিদানা ও ল্যাংচা সেই রকমই থাকবে অন্যান্য জেলার বেশ কিছু প্রসিদ্ধ মিষ্টিও।