মুখ্যমন্ত্রীর উদ্যোগে বর্ধমান শহরে প্রথম দুর্গা কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে আজ ৭ অক্টোবর। মোট ৩১টি পুজো কমিটি অংশ নিচ্ছে এবার। কার্নিভালে উপস্থিত থাকছেন বলিউড তারকা চাঙ্কি পান্ডে।। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল জানিয়েছেন, কার্নিভাল শুরু হবে বিকাল ৪ টে নাগাদ নীলপুর মোড় সংলগ্ন সৎসঙ্গ ভবন এলাকা থেকে। শেষ হবে লক্ষ্মীপুর মাঠের পাঞ্জাবী মোড়ে। তিনি জানিয়েছেন, অংশগ্রহণকারী ক্লাবগুলির সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে তাদের পুরস্কার দেওয়া হবে।
ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে কার্জন গেটের সামনে করা হয়েছে তিনটি ভাগে প্রায় ২০০ ফুট লম্বা মঞ্চ। যেখানে উপস্থিত থাকবেন বর্ধমান জেলার মন্ত্রীরা সহ বিধায়ক এবং প্রশাসন আধিকারিকরা। উল্লেখ্য, বর্ধমান শহরের প্রথম এই কার্নিভালে এবছর অংশ নিচ্ছে না বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনীর পুজো কমিটি। এবছর বৃন্দাবনের প্রেক্ষাপটে মঞ্চ করে গোটা জেলার পাশাপাশি রাজ্যেও সাড়া ফেলে দিয়েছে এই পুজো কমিটি। কার্যত, দর্শকদের প্রবল চাপেই শুক্রবার পর্যন্ত প্রতিমা সহ প্যান্ডেল রাখার সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটি। শুক্রবার মায়াপুরের ইসকন মন্দিরের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল আসছেন এই মন্ডপ দেখতে। বিশেষত, এই মন্ডপে আগত দর্শনার্থীদের কপালে তিলক কেটে দেওয়া ভলান্টিয়ার সানিয়া খাতুনের সাম্প্রদায়িক সম্প্রীতির নজির উদাহরণ সৃষ্টি করেছে। বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস জানিয়েছেন, কার্নিভালে হাজির থাকবেন মুম্বাইয়ের অভিনেতা চাঙ্কি পান্ডে সহ অনেক সেলিব্রেটিরাই। প্রত্যেকটি পুজো কমিটিকে ২-৩ মিনিট করে নিজেদের পারফরম্যান্স তুলে ধরার জন্য সময় দেওয়া হবে। সামগ্রিক বিচারে তাদের পুরস্কৃত করা হবে।