.

রাত পোহালেই দেশ তথা রাজ্য মাতবে হোলি বা দোল উৎসবে। শহর বর্ধমানে রাজ আদেশ মেনে যদিও দোল খেলা হয় এক দিন পরে। তবুও বুধবারই শহর বর্ধমানের একাধিক স্কুল ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আবীর নিয়ে আগাম দোলে মেতে উঠতে দেখা গেল পড়ুয়াদের। বৃহস্পতিবার থেকে কয়েকদিন টানা ছুটি। তাই এদিন চুটিয়ে দোল খেলল পড়ুয়ারা।


Like Us On Facebook