শুক্রবার বর্ধমানের বাজেপ্রতাপপুর বিধান সংঘ মাঠে দ্বিতীয় বর্ষ পৌষালী উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী রচনা ব্যানার্জী। এদিন তিনি দর্শকদের অনুরোধে তাঁর নতুন ছবির একটি গানের দু’কলি গেয়েও শোনান।
এদিন এই পৌষালী উৎসবে যুব দিবসের উদ্বোধন করেন বাজেপ্রতাপপুর রামকৃষ্ণ আশ্রমের মঠাধ্যক্ষ স্বামী অজ্ঞেয়ানন্দজী মহারাজ। তিনি এদিন স্বামী বিবেকানন্দের ভাবধারায় যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে এদিন বক্তব্য রাখেন ৪নং ওয়াডের কাউন্সিলার মহম্মদ আলি, পৌষালী মেলা কমিটির সম্পাদক নুরুল আলম, পুরসভার কাউন্সিলার খোকন দাস প্রমুখ। উৎসব চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। বিভিন্ন ধরণের হস্তশিল্প স্টল, ডিজনীল্যান্ড, ইলেকট্রিক নাগরদোলা যেমন থাকবে তেমনই থাকবে প্রত্যেকদিনই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে এলাকার সম্ভাবনাময় শিল্পীরা যেমন অংশগ্রহণ করবেন তেমনি থাকবেন কলকাতা ও রাজ্যের শিল্পীরাও।