একঝাঁক তারকাখচিত শিল্পীদের উপস্থিতিতে এবারে বর্ধমান পৌর উৎসবকে সাজিয়ে তোলা হয়েছে। শুধু তাইই নয়, বর্ধমান পৌর উৎসব কমিটির পক্ষ থেকে যে প্রতিবছর স্মরণিকা প্রকাশিত হয় – এবছর তার আমূল পরিবর্তন আনা হচ্ছে। রীতিমত গবেষণালব্ধ ফলকে তুলে ধরা হচ্ছে এই স্মরণিকায়। মঙ্গলবার বর্ধমান পৌর উৎসব কমিটির পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন বর্ধমান পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অমিত গুহ। তিনি জানিয়েছেন, আগামী ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি বর্ধমান টাউন হলে এবারের পৌর উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। উৎসবের উদ্বোধন করবেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। উপস্থিত থাকবেন অভিনেতা দেবশংকর হালদারও। এছাড়াও উৎসবের বিভিন্ন দিনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজির থাকবেন ইমন চক্রবর্তী, রুপঙ্কর, নচিকেতা, লোপামুদ্রাদের মত শিল্পীরাও।
এদিন অমিত গুহ জানিয়েছেন, উৎসব থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বর্ধমান শহরেই তাঁরা মোহরকুঞ্জ নামে একটি কমিউনিটি হল তৈরি করতে চলেছেন। শুধু তাইই নয়, এবারে বর্ধমান পৌর উৎসবের থিম করা হয়েছে জন্ম, কর্ম বর্ধমানে, ঠাঁই পেয়েছে সবার মনে। আর এই থিমকে ফুটিয়ে তুলতে কার্যতই বর্ধমানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাসকে তুলে ধরা হচ্ছে। যেখানে থাকবে বিভিন্ন খ্যাত নামা মানুষদের বিবরণ বর্ধমানকে ঘিরে যাঁদের নামডাক ছড়িয়েছে দেশ বিদেশে। উল্লেখ্য, এবার পৌর উৎসবের বাজেট প্রায় ৫০ লক্ষ টাকা। থাকছে ১৬০টি স্টল।