শুল্ক দফতরের আধিকারিক পরিচয় দিয়ে ব্যাগ চেকিং করার নামে ব্যাগ থেকে প্রায় ৪ লাখ টাকা মুল্যের সোনা নিয়ে চম্পট দিলো দুষ্কৃতীরা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের সোনাপট্টি এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ।
রীতিমতো ছক কষে স্বর্ণব্যবসায়ীর কাছ থেকে সোনা হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমানের আমড়াতলা গলির কাছে দিদির জন্য অপেক্ষা করছিলেন মন্তেশ্বরের স্বর্ণ ব্যবসায়ী কাজল দে। সেই সময় সরকারি আধিকারিক পরিচয় দিয়ে নিজেদের সাজানো লোকদের ব্যাগে তল্লাশি শুরু করে দেয় ছিনতাইকারীরা। কাজলবাবুকে ডেকে তাঁরও ব্যাগ তল্লাশি করা হবে বলে জানায় ছিনতাইকারীরা। অন্য একজনের ব্যাগ তল্লাশি করা হচ্ছে দেখে নিজের ব্যাগ তল্লাশি করতে দেন কাজলবাবু। অভিযোগ, সেই সুযোগে ব্যাগে থাকা ১০০ গ্রাম সোনা হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা চলে যাওয়ার পর কাজলবাবু ব্যাগ খুলে দেখেন ব্যাগে থাকা সোনা উধাও। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে।