পার্টি অফিস ও এলাকা দখলকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মঙ্গলকোটের পালিগ্রাম পঞ্চায়েতের উনিয়া গ্রাম। সংঘর্ষে আহত ৪ তৃণমূল কর্মী। এর মধ্য ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মঙ্গলকোট হাসপাতালে ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
তাঁদের রড, লাঠি দিয়ে আক্রমণ করা হয় বলে তৃণমূলের অভিযোগ। ঘটনায় আহত হন তৃণমূলের অঞ্চল সভাপতি সেখ রহিম ও তৃণমূল কর্মী সঞ্জয় মন্ডল। তৃণমূলের অভিযোগ, সোমবার বিকেলে এলাকায় বিজেপির একটি মিছিল বের হয়। সেই মিছিল উনিয়া গ্রামের তৃণমূল পার্টী অফিসের কাছে পৌঁছতেই কোন রকম প্ররোচনা ছাড়াই অতর্কিতে রড, লাঠি ও বোমা নিয়ে আক্রমণ করা হয়। যদিও বিজেপির অভিযোগ, তৃণমূলই তাঁদের মিছিলে হামলা করে। বিজেপির তরফে কোন আক্রমণ করা হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে মঙ্গলকোট থানার পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?