লক্ষ্য পুলিশকর্মীদের অবসাদ কমিয়ে আরও বেশী করে তাঁদের কাজের প্রতি মনোযোগ বাড়ানো এবং এর মধ্য দিয়েই গড়ে তোলা নিবিড় জনসংযোগ। পূর্ব বর্ধমানে গড়ে তোলা হল ডিস্ট্রিক্ট পুলিশ ওয়েলনেস সেন্টার। রাজ্য পুলিশ ডাইরেক্টরের নির্দেশক্রমে পূর্ব বর্ধমানের পুলিশ লাইনে গড়ে তোলা হল এই সেন্টার।
জেলা পুলিশের বিভিন্ন স্তরের মহিলা ও পুরুষ পুলিশ কর্মীদের মানসিক অবসাদ, মাদকাসক্তি ও দ্রুত রেগে যাওয়া নিয়ে কাউন্সেলিং করা হবে এই সেন্টারে। সপ্তাহে তিন দিন কাউন্সেলিং করবেন বিশিষ্ট সাইকোলজিস্টরা। প্রথমে ওয়ান টু ওয়ান ও পরে প্রয়োজনের ভিত্তিতে গ্রুপে চলবে এই কাউন্সেলিং। পারিবারিক, চাকুরীগতভাবে বা নানা করণেই অনেক সময় পুলিশকর্মীরা মানসিক অবসাদে ভোগেন। আবার কেউ অল্পতেই রেগে যান। স্বভাবতই তার প্রভাব পড়ে কর্মস্থলে ও পারিবারিক জীবনে। বিঘ্নিত হয় দায়িত্বশীল পুলিশী পরিষেবার মতো ব্যবস্থাও। তাই এই উদ্যোগ বলে জানিয়েছেন পুলিশ সুপার ভাস্কর মুখার্জী।