বেপরোয়া পুলিশের গাড়িতে ভাঙচুর ক্ষুব্ধ জনতার। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের কালীবাজার মোড়ে। রথের জন্য জিটি রোড সহ শহরের বিভিন্ন ছোট বড় রাস্তায় শনিবার দুপুরের পর থেকেই যানজটের সৃষ্টি হয়। বীরহাটা থেকে একটি নীলবাতি লাগানো পুলিশের গাড়ি দ্রুতবেগে কার্জনগেটের দিকে যাচ্ছিল। কালীবাজার মোড়ে বেপরোয়া পুলিশের গাড়িটি নিজের লেন ছেড়ে বিপরীত লেন দিয়ে যেতে গিয়ে ধাক্কা মারে এক বাইক আরোহীকে।

এই ঘটনায় বাইক আরোহী জখম হন। তাঁর মাথার হেলমেট পুলিশের গাড়ির সঙ্গে সংঘর্ষে ভেঙে যায়। এরপর ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়। পুলিশের গাড়ির চালক অবস্থা বেগতিক বুঝে গা ঢাকা দেয়। দুর্ঘটনার পর জিটি রোডের বীরহাটা থেকে ঢলদিঘি পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। ছুটে আসে পুলিশের কর্তাব্যক্তিরা। স্থানীয় বাসিন্দারা জানান, মোটরবাইক আরোহী অল্পের জন্য বেঁচে গেছেন। দুর্ঘটনায় বাইক আরোহীর কোন দোষ নেই। নীলবাতি লাগানো পুলিশের গাড়ি দ্রুত বেগে বিপরীত লেন ধরে যেতে গিয়েই ধাক্কা মারে।

Like Us On Facebook