ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সফরে নিরাপত্তার ডিউটি করতে গিয়ে পুলিশের ভ্যান উল্টে আহত হলেন প্রায় ৪২ জন সিভিক ভলান্টিয়ার্স ও পুলিশ কর্মী। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বর্ধমানের খণ্ডঘোষ থানার শাঁখারী গ্রামের কাছে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল থেকেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস একাধিক কর্মসূচীতে অংশ নেন। তিনি খণ্ডঘোষের শাঁখারি গ্রামে এক দলীয় কর্মসূচিতে অংশ নেন। সেখানে একটি দলিত পরিবারে  দুপুরের আহারাদি সারেন তিনি। আর শাঁখারী গ্রামে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্যই বর্ধমান থেকে সিভিক ভলেণ্টিয়ার সহ প্রায় ৪২ জনের একটি দল শাঁখারী গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পুলিশ সূত্রে জানা গেছে, অত্যন্ত দ্রুতবেগে যাবার সময় শাঁখারী গ্রামের কাছে আচমকাই রাস্তার পাশে উল্টে যায় পুলিশের ভ্যানটি। আহত হন কমবেশী ৪২ জনই। আহতদের প্রথমে খণ্ডঘোষ ব্লক স্বাস্থ্যকেন্দ্র এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জানা গেছে, আহতদের মধ্যে প্রায় ১০ জনের আঘাত গুরুতর। কমবেশী সকলেই হাত, ঘাড়ে ও মাথায় চোট পেয়েছেন।

Like Us On Facebook