.

লোকসভা ভোটের জন্য বর্ধমানের বর্ধমানের বিভিন্ন জায়গায় শুরু হল নাকা চেকিং। শনিবার থেকেই পূর্ব বর্ধমান-হুগলি সীমান্তে ও বর্ধমানের উল্লাস মোড়ে শুরু হয় জেলা পুলিশের নাকা চেকিং। গাড়ি দাঁড় করিয়ে চালানো হচ্ছে তল্লাসি। পূর্ব বর্ধমানের দেবীপুরে জিটি রোড ও বর্ধমানে জিটি রোডে চালানো হচ্ছে তল্লাসি। এছাড়াও জেলার বিভিন্ন সীমান্তে, রাজ্য ও জাতীয় সড়কে চালানো হচ্ছে নাকা চেকিং। সঙ্গে ২৪ ঘন্টাই চালনো হচ্ছে সিসিটিভির নজরদারি। এইসব নাকা চেকিংয়ে বাইরে থেকে আসা গাড়ির উপর বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানা গেছে।


Like Us On Facebook