গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দুপুরে হুগলীর ডানকুনি থানার পুলিশ, বর্ধমান থানার পুলিশ এবং বর্ধমান জেলা বনদপ্তরের সহযোগিতায় বর্ধমান শহরের কালনাগেট এলাকায় এক ব্যবসায়ির বাড়ি থেকে উদ্ধার করল বিরল প্রজাতির ৭৩ টি কচ্ছপ। এর মধ্যে একটি মৃত কচ্ছপও ছিল। এদিন বনদপ্তরের হাতে কচ্ছপ গুলি তুলে দেয় বর্ধমান থানার পুলিশ । বর্ধমান বনবিভাগের কর্মীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া কচ্ছপ গুলি স্থানীয় বা এরাজ্যের পরিচিত ধরণের কচ্ছপ নয়। পুলিশ সূত্রে জানা গেছে, কালনাগেটের বাসিন্দা আব্দুর রহমানের বাড়িতে মোট ১২ টি প্লাস্টিকের গামলায় কচ্ছপ গুলি রাখা ছিল। বিরল প্রজাতির এই কচ্ছপ পাচারের বিষয়ে ডানকুনি থানায় একটি কেস হয়। সেই কেসের সূত্র ধরেই এদিন ডানকুনি থানার পুলিশ বর্ধমান পুলিশকে সঙ্গে নিয়ে অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালায়। যদিও কচ্ছপ উদ্ধার হলেও এদিন কাউকেই ধরতে পারেনি পুলিশ। অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।
Like Us On Facebook